গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম ও এতিম অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন /
গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম ও এতিম অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি : ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন মহান মুক্তিযোদ্ধার স্মরণে উপস্থিত বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মত মসজিদের ইমাম ও এতিম অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। কামরুল ইসলাম সভাপতি ৮৯নং কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়। কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য জনাব মোঃ মাহফুজুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে গত ১০ এ মার্চ অত্র স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বানচাল ও শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সভাপতি কামরুল ইসলাম বলেন,আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করি। অবহেলিত ছেলে-মেয়েদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাই। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।একজন শিশু যেন শিক্ষা থেকে বাদ না পড়ে। একটি উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, যারা এতিম বাচ্চাদের ভালোবাসেন তারা মহানবীকে ভালোবাসেন ও ইমামগণ ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদেরকে আমি সম্মানিত করার চেষ্টা করি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,অভিভাবক কমিটির সদস্য, ছাত্র-ছাত্রীর অভিভাবক, অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।