হেলাল শেখ ঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মধ্য পাড়া দি-রোজ গার্মেন্টসের পিছনের রোডে অবস্থিত “মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার” এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম (আকাশ) দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, “ঈদ মোবারক”।
ঢাকার আশুলিয়ার জামগড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম (আকাশ) বলেন, সবার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভুলে গিয়ে সবাই ঈদের আনন্দ ঊপভোগ করুন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাইকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। তিনি আরও বলেন, আপনারা যারা বিত্তবান ও সামর্থবান আছেন, যারা একাধিক কোরবানির পশু অর্থ্যাৎ গরু কোরবানি দিচ্ছেন, আপনাদের আশপাশে গরীব, মধ্যবিত্ত যারা বসবাস করেন এবং কোরবানি দিতে পারেন না, তাদের অনেকেই লজ্জায় কারো কাছে হাত পেতে মাংস নিতে পারেন না কিন্তু তাদের বাসা বা ঘরে অবুঝ শিশু ও বুদ্ধ মানুষ আছেন, তাদের খোঁজখবর নিয়ে আপনাদের কিছু মাংস বা গোস্ত তাদের মধ্যে বিতরণ করুন, এতে তারা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহও আপনাদের প্রতি খুশি হবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।